শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

গ্রিক দেবী মূর্তি অপসারণের দাবিতে পলাশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত



দেশের সর্বোচ্চ বিচারালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবী মূর্তি অপসারণের দাবিতে নরসিংদীর পলাশে আল খিদমা ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে পলাশ কো-অপারেটিভ জুটমিল মসজিদ প্রাঙ্গণ থেকে শতশত ধর্মপ্রাণ মুসল্লি একটি বিক্ষোভ মিছিল নিয়ে ওয়াপদা রোড হয়ে বিএডিসি মোড় হয়ে পলাশ বাসষ্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন ।  সমাবেশে বক্তারা বলেন , দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার সর্বোচ্চ স্থান সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কথিত ন্যায়ের প্রতীক নগ্ন-অশ্লীল দেবী থেমিসের মূর্তি স্থাপন হচ্ছে চরম ধৃষ্টতা এবং রাষ্ট্রধর্ম ইসলামের অবমাননা। ¯^াধীন জাতি হিসেবে আমাদের নিজ¯^ ইতিহাস, কৃষ্টি-সংস্কৃতি ও আত্মমর্যাদাবোধেরও সম্পূর্ণ বিপরীত ও সাংঘর্ষিক। গ্রিক দেবীর মূর্তি নয়, মুসলমানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক হলো মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। মহান আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে মূর্তি স্থাপন হারাম। বক্তারা আরো বলেন, আমাদের আন্দোলন কোন সরকারকে বসানোর বা নামানোর আন্দোলন নয়। আমাদের আন্দোলন ইসলাম ও মুসলমানদের অস্থিত্ত রক্ষার আন্দোলন। অবিলম্বে মূর্তি অপসারণ করে দেশের ৯২ ভাগ মুসলমানদের কাতারে সামিল হওয়ার আহব্বান জানানো হয়।  এসময় উপস্থিত ছিলেন, আল খিদমা ওলামা পরিষদের পলাশ উপজেলার সভাপতি মাওলানা হেদায়েতুল ইসলাম কাশেমী, সহ সভাপতি মুফতি আব্দুর রহিম, বেলায়েত হোসেন, মাওলানা মিজানুর রহমান, কারী মোঃ ইসমাঈল সহ এলাকার ধর্মপ্রাণ তৌহিদী জনতা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন