রবিবার, ১৯ মার্চ, ২০১৭

নরসিংদী মাধবদীতে ডিবি পুলিশের সাথে জনতার সংঘর্ষ

 

 

নরসিংদী মাধবদীতে পুলিশকে মারধোর করে আসামি ছিনতাইয়ের রেশ না কাটতেই আবারো জনতার আক্রমণের শিকার হলো পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে মাধবদীর নুরালাপুর ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার গভীর রাতে ইসলামবাদে অপরিচিত দুই যুবকের চলাফেরা স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে, ওই এলাকার মৃত আবদুল গনি মিয়ার ছেলে মোতালিবকে মারধোর করে জোরপূর্বক উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় মোতালিবের চিৎকার শুনে স্থানীয়রা তাকে ছাড়িয়ে নিতে চাইলে তাদের সাথে সংঘর্ষ হয়। পরে মারধোরের শিকার দুই ব্যক্তি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। এ ঘটনার জের ধরে নরসিংদী ডিবি পুলিশের একটি দল মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সাইদুর রহমান বলেন, ইসলামাবাদ এলাকায় মাদকের ছড়াছড়ি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে ওই গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় এলাকার লোকজন পরিকল্পিতভাবে ডিবি পুলিশের কর্মকর্তা ও তাদের বহনকারী চালকের ওপর চড়াও হয়ে তাদের মারধোর করে। এ বিষয়ে মাধবদী থানায় একটি মামলা হয়েছে।
গত মাসে মাধবদীতে পুলিশকে মারধোর করে হাতকড়াসহ ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নেয় গ্রামবাসী। এই ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুরুষ শূন্য হয়ে পড়ে বাহাদুরপুর গ্রাম। সূত্র: ইন্টারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন