মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ৪ ডাকাত গ্রেফতার



 

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী ডিবি পুলিশের এস আই গাফফার ও তার সঙ্গীয় ফোর্স ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমান অস্ত্রসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, ঘোড়াদিয়া এলাকার আলতাফ মাহমুদের পুত্র আপেল সুমন(২৭), সুরুজ ভূইয়ার পুত্র লোকমান(২৬), আঃ রহমানের পুত্র রকি(২৪), শিবপুর থানার মৃত আবুল হোসেনের পুত্র দেলু।

ডিবির এস আই গাফফার জানায়, গোপন সংবাদে ডাকাতির প্রস্তুতি চলছে সংবাদ পেয়ে আমি ও আমার টিম অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করি। তারা দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলায় ডাকাতি করে আসছিলো। গ্রেফতারের সময় ডাকাতদলের আরো৫/৭ জন পালিয়ে যায়। দ্রুত তাদের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন