পলাশ সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলায় ইন্সুরেন্স কোম্পানীর এক নারীকে ধর্ষণের দায়ে কামরুজ্জামান নামে এক রাইস মিল মালিকে আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে থানা হাজতে রাখা হয়। আটককৃত ব্যাক্তি
উপজেলার চর্ণগর্দী বাজার এলাকার বাসীন্ধা ও ওই এলাকার একটি রাইস মিলের মালিক। নির্যাতিত মেয়েটির সাথে কথা বলে জানা যায়, মেয়েটি দীর্ঘ তিন বছর যাবৎ সানলাইফ নামে একটি ইন্সুরেন্স কোম্পানীর নরসিংদী শাখায় কাজ করে আসছে। কাজের সুবাদে পলাশের চর্ণগর্দী এলাকার রাইস মিল মালিক কামরুজ্জামানের বাড়ির পাশের একটি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছে। প্রতিবেশী হিবেসে শুক্রবার বিকালে তাকে একটি ইন্সুরেন্স করে দেওয়ার কথা বলে ওই মেয়েকে পারুলীয়ার তারগাও নামক এলাকার এক বাড়িতে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। মেয়েটির আত্ম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ধর্ষককে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় শুক্রবার রাতে মেয়েটি পলাশ থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।
পলাশ থানার ওসি তদন্ত বিপ্লব কুমার জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন