শীতলক্ষা নদী থেকে প্রানের জমিতে বালু ভরাট, পাইপে ফাটল: জনদুর্ভোগ চরমে
নরসিংদীর শীতলক্ষা নদী থেকে প্রান আর এফ এল গ্রুপের জমিতে বালু ভরাটের
সময় পাইপ ফেটে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এসময় পাইপের কাদা পানিতে রাস্তা
ভরে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়,
শীতলক্ষা নদী থেকে প্রতিনিয়তই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যার ফলে
একদিকে নদী ধ্বংস হচ্ছে অন্যদিকে প্রভাবশালীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি
টাকা। শীতলক্ষা নদীর বিভিন্ন প্রান্ত থেকে রাতের আধারে বালু উত্তোলন করে
প্রান আর এফ এল গ্রুপের জমি ভরাট করছে। অপরদিকে পাইপে ফাটল ধরায় বালু
ভরাটের সময় কাদাপানি দিয়ে রাস্তায় হাটুপানির সৃষ্টি হচ্ছে।
এসব বিষয়ে উধ্র্বতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন