মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

আবারও শিবপুর ইউএনও’র বদলির আদেশ




আবারও শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আফসারের বদফলর আদেশ হয়েছে। ফলে ক্ষুব্ধ শিবপুরবাসী। সোমবার ইউএনও’র বদলির আদেশের খবর উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়লে মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
সকাল থেকেই শত-শত লোক বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদে ইউএন’র কার্যালয়ে ভিড় জমায়। তারা পূণরায় এই বদলি বাতিলের জন্য দাবী জানান। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান
, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, সাংবাদিক নেতৃবৃন্দ, ফুটবল ও ক্রিকেট খেলোয়ারবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক দল, সুশীল সমাজের লোকজন, যুব সমাজহ সর্বস্তরের মানুষ উপস্থিত হয়। এ সময় নেতৃবৃন্দসহ সকলেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করার ঘোষণা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসার তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু জনগণের একটাই দাবী বদলি বাতিল করতে হবে। তিনি জনগণের দাবীর বিষয়টি উপর মহলে জানানো হবে বলে শান্ত করেন। জানা গেছে, গত ২৩ জুন ২০১৪ সালে শিবপুরে যোগদান করেন ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসার। তিনি যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন দপ্তরে দুর্নীতি, অনিয়ম বন্ধসহ মাদক নির্মূল, বাল্য বিয়ে বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য বন্ধ, শিক্ষার মান বৃদ্ধি, নকলমুক্ত পরীক্ষা, জনগণের মাঝে স্বাস্থ্যসেবাসহ সকল পর্যায়ের সেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। ফলে হযবরল শিবপুর এখন অনেক উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ফলে এমন সময়ে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনওর বদলির আদেশ পৌছে শিবপুরে। এই খবর উপজেলার বিভিন্ন মহলে দ্রুত ছড়িয়ে পড়লে মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এরই প্রেক্ষিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে তখন বিক্ষোভ সমাবেশ করা হয়। এই খবর গ্রামীণ দর্পণ সহ কয়েকটি পত্রিকায় ছাপা হয়। পরবর্তীতে বদলি বাতিল করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হানুরুর রশিদ খান বলেন, ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসার একজন ভাল মানুষ। তিনি শিবপুরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কতিপয় ব্যক্তি স্বার্থ হাসিল করতে পারে না বলে আবারও ওনাকে বদলি করিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাখারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেন, সরকারি চাকুরী বদলিযোগ্য। কিন্তু সেটা হয় কর্মস্থলে মেয়াদপূর্ণ হলে কিংবা দুর্নীতিবাজ হলে। আমাদের ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসারের তিন বছর পূর্ণ হয়নি। তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন কর্মকর্তা। তিনি শিবপুরে আসার পর দুর্নীতি, অনিয়ম কমে গেছে। সে জন্য কারো কারো ব্যক্তি স্বার্থ হাসিল না হওয়ায় ওনাকে ষড়যন্ত্র করে আবারও বদলি করানো হয়েছে। যা শিবপুরবাসী মেনে নিতে পারছে না।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিক খান বলেন, ইউএনও কোন অনৈতিক কাজ করতে রাজি থাকেন না বলেই তাকে বদলি করানো হয়েছে। তিনি এই বদলির আদেশ প্রত্যাহার করার দাবী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন