সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ নিয়ে পলাশের মানবাধিকার সংস্থার যাত্রা


পলাশ প্রতিনিধিঃ
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাত্রা করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির নরসিংদী জেলার পলাশ উপজেলা শাখা কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ বন্যাদুর্গত এলাকা ময়মনসিংহে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করেছেন তারা। মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক নূরে-আলম রনী জানান,
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে প্রায় ৫০০ ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করছি। চাল, আলু, দুধ, চিনি, সেমাই, খাওয়ার স্যালাইন ও বিভিন্ন ঔষধ সামগ্রী নিয়ে যাচ্ছে তারা। সংস্থার সভাপতি আনোয়ার হোসেন আনু জানান, আমাদের ত্রাণ সামগ্রীতে সংস্থার সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়া, প্রচার সম্পাদক বাইজিদ আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক রাসেল আহম্মেদসহ সংস্থার ৯জন কর্মী ত্রাণ দিতে বন্যাদুর্গত এলাকা ময়মনসিংহ যাচ্ছে আপনারা দোয়া করবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন