![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho4Y3UHSRP9HQR0A9t7_bV2Cr8hiboTcnubt6ufUocMHxxDENtLibwHFFV_nR5CsKoc565aCyJwiV1FleRDMztq5TtH_whcXTHZFD5PqPw7wms1me2yoIXH9_bl8mk90a1f7s5_VbENyI/s320/palash.jpg)
বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে চাউল, চিনি, আলু, সেমাই, দুধ ও প্রয়োজনীয় ঔষুধ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির নরসিংদীর পলাশ উপজেলা শাখা। মঙ্গলাবার সারাদিন ময়মনসিংহ জেলার বিভিন্ন চরাঞ্চলে বন্যা কবলিত অসহায় পাঁচশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী গুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি,
সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মো: মোবারক হোসেন প্রচার সম্পাদক বাইজিদ আহাম্মেদ,সমাজ কল্যাণ সম্পাদক রাসেল মিয়া,সহ-ক্রীড়া সম্পাদক আনিক মজুমদার সাংবাদিক আল-আমিন মুন্সী সহ সদস্য বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন