পলাশ প্রতিনিধিঃ
খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু এমরান আল-মাইজভান্ডার ২০তম ওফাত দিবস উপলক্ষে আগামীকাল বুধবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল টেকপাড়া এলাকার দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ পালন করা হবে। এ উপলক্ষে কোরআন তেলোয়াত, ওয়াজ মিলাদ ও সেমা মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এতে
তশরীফ করবেন, বাবাজান কেবলা কাবার সুযোগ্য নূরানী আওলাদ ও একামাত্র বেলায়েত খেলাফতের উত্তরাধিকারী শাহাজাদা গাউছুল আজম আলহাজ¦ শাহ্সুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহাম্মেদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন