বাইজিদ আহাম্মেদ,পলাশ প্রতিনিধিঃ
জলজ ফুলের রানী বলা হয় পদ্মকে। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নরসিংদীর পলাশ উপজেলার রাবান এলাকার বিলের চিত্র। দূূর থেকে দেখে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ। যত দূর চোখ যায় যেন পদ্মের হাসি দেখা যায়। প্রতিবছর বর্ষাকালে এ বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি রঙের পদ্ম দেখলে
মনও জুড়িয়ে যায়। এ বিলের সৌন্দর্য ও পদ্ম দেখার জন্য দূরদুরান্ত থেকে প্রতিদিনই আসছে শতশত মানুষ। প্রকৃতির কী অপরূপ সাজ! বিলে যেন আসন পেতেছে শত শত পদ্ম ফুল। জলে ভাসছে পদ্ম। কেউ কেউ সৌন্দর্য উপভোগ করতে আসছে, কেউ বা ছবি তুলছে। কেউ আবার কোষা বা কোন্দা চড়ে গিয়ে তুলে আনছে পদ্ম ফুল। এ যেন এক অন্য রকম উন্মাদনা পেয়ে বসেছে প্রকৃতিপ্রেমী মানুষকে। হওয়ারই তো কথা। অনেকের মতে, পদ্মের এত বড় বিল দেখাটাও কষ্টকর হয়ে পড়েছে। হিন্দু ধর্মে দুর্গা দেবীর পূজায় কাজে লাগে এই পদ্ম ফুল। সে জন্য আশ্বিন মাসে এ বিল থেকে মানুষ প্রচুরসংখ্যক পদ্ম ফুল সংগ্রহ করে থাকে। উপজেলার স্থানীয় বাজারে এসব পদ্ম বিক্রিও হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিবছর বর্ষাকালে এ বিলে পদ্ম ফোটে। বিল থেকে পানি নেমে গেলে ধীরে ধীরে পদ্মও এই বিল থেকে উধাও হয়ে যায়। বাকি সময়টুকুতে এখানে বোরো ধানের চাষ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন