শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

পলাশে উন্নতমানের মিষ্টি নিয়ে উদ্বোধন হল মধুরাজ শোরুম




পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে উন্নতমানের মিষ্টি ও ফাস্টফুডের খাবার আইটেম মধুরাজের শোরুম উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিএডিসি বাসষ্ট্যান্ড এলাকায় ভূইয়া ক্যাসেল মার্কেটে শোরুমটির শুভ উদ্বোধন করেন, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। এসময় উপস্থিত ছিলেন ভুইয়া ক্যাসেল মার্কেটের
মালিক হারুন অর রশিদ ভূইয়া, মধুরাজ শোরুমের প্রপাইটর জাহিদ হাসান ভূইয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিগন। শোরুমের প্রপাইটর জাহিদ হাসান ভূইয়া জানান, পলাশে এই প্রথম একটি উন্নত মানের মিষ্টি ও ফাস্টফুড প্রতিষ্ঠান মধুরাজের শোরুম চালু করা হয়েছে। এতে করে পলাশের মানুষ এখন আর উন্নত ও আধুনিক মানের মিষ্টির জন্য ঢাকা কিংবা জেলাশহরে যেতে হবে না। এখানে রয়েছে মালাই টোস, টাং টোস, মালাই সরাই, ইরানী ভোগ, পোড়া বাড়ির চমচম, রাজভোগ কাটারি ভোগ, মাসকাট হালুয়া, গোলাপ জাম, রসকদম সহ ৪০ থেকে ৪৫টি উন্নত জাতের মিষ্টি। এছাড়া ফাস্টফুড আইটেমসহ বিভিন্ন প্রজাতের আচার, জন্মদিনের কেক ও বিদেশী কোমলপানীয় রয়েছে। এই শোরুম থেকে ক্রেতারা খুব কমমুল্যে তা সংগ্রহ করতে পারবেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন