শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

জাতীয় শোক দিবসে পলাশে দোয়া মাহফিল অনুষ্ঠিত



পলাশ প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি অংঙ্গ সংগঠনের উদ্যোগে জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান
কার্যালয়ের সামনের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ঘোড়াশাল পৌর মেয়র হাজী শরিফুল হক শরিফ, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শফি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন