শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

দেশে তৃতীয় শক্তি ক্ষমতায় আনতে চায় বিএনপি --- আ.ক.ম মোজাম্মেল হক




পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেনা জেনে তারা চায় দেশে তৃতীয় শক্তি ক্ষমতায় আসুক। তাই তারা আগামী নির্বাচনকে বানচালের চেষ্ঠা করে যাচ্ছে। দেশে তৃতীয় শক্তি ক্ষমতায় আসলে তারা তাদের উপদেষ্ঠা হিসেবে কাজ করবে। শুক্রবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে মন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারদের বিচার করার ক্ষমতা রাখে। অথচ প্রধান বিচারপতিকে নাকি বিচার করতে পারবে না। তাদের বিচার করলে সংসদ অযোগ্য, অপদার্থ হয়ে যাবে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতিক), পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পলাশের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শরীফুল হক শরীফ প্রমুখ। এদিকে মন্ত্রী সকালে নরসিংদীর বেলাব উপজেলায়ও অনুরুপ মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন