
পলাশ প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে শোক র্যালি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামীযুবলীগের উদ্যোগে পারুলীয়া মোড়ে এই শোক র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে ইউনিয়ন যুবলীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়রুল আশরাফ খান দিলিপ। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাদুল কবির মৃধা, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোরহাব মাষ্টার প্রমুখ। র্যালিতে গজারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শান্ত ও আশিক পাঠানের নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশগ্রহন করেন। সভাশেষে এলাকার দুস্ত ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন