শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

পলাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু



পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে ডোবার পানিতে পড়ে পাপড়ি দেবনাথ (৪) ও লিকলা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে খেলার ছলে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত পাপড়ি উপজেলার জিনারদী ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকার সিএনজি চালক বিপুল দেবনাথের মেয়ে ও
লিকলা একই এলাকার ঔষুধ ফার্মেসী ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। নিহত পাপড়ি দেবনাথের মা বৃষ্টি রানী দেবনাথ জানান, দুপুর থেকেই পাপড়ি ও লিকলা বাড়ির পাশে একসাথে খেলাধুলা করছিল, বিকালে তাদের দেখতে না পেয়ে আশে পাশে খোজ করলে বাড়ির পাশের একটি ডোবায় তাদের দেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাস্থান থেকে তাদের উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে জানায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন