রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

পলাশে দেশীয় মাছ চাষে ঝুকছে বেকার যুবকরা


বাইজিত আহাম্মেদ, পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
দেশীয় প্রজাতির মাছ চাষ করে বেকারত্ব দুর করেছে নরসিংদীর পলাশ উপজেলার হাজারো বেকার যুবক। লাভবান হয়েছে অনেকেই। উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে পলাশে প্রায় ২ হাজার ৭ শত মৎস্য চাষি রয়েছে। অল্প খরচে মাছ চাষ দিগুন লাভজনক ব্যবসা হওয়ায় উপজেলার বেকার যুবকরা এ মৎস্য চাষকে বেছে নিয়েছে নিজ নিজ কর্ম হিসেবে। পুকুর কিং বা জলাশয়ে শিং, তেলাপিয়া, মাগুর, খলিশা, টেংরা, ঘুংগা বা কাবাশী ট্যাংরা মাছ, জুংলা মাছ, রুই, কালবাউশ, ঘইন্যা, নন্দিনা, সরপুঁটি, পুঁটিমাছ সহ দেশীয় প্রজাতির মাছ চাষ করছে তারা।

সরেজমিনে পলাশ উপজেলার জিনারদী, চরসিন্দুর, ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়নসহ ঘোড়াশাল পৌর এলাকাগুলোতে গিয়ে দেখা যায়, দেশীয় মাছ চাষে ঝুকেছে অনেক বেকার যুবক। নিত্যদিনের অভাব আর বেকারত্ব জীবনকে বিদায় জানিয়ে তাদের অনেকেই হয়েছেন স্বা
উপজেলার ঘোড়াশালের সফল মাছ চাষির মধ্যে একজন আবদুল সুলাইমান মিয়া। তিনি জানান, কাজের আশায় বেশ কয়েক জায়গায় ঘুরাঘুরি করে অবশেষে ৫ শতাংশ জমিতে পুকুর করে পোনা চাষের মাধ্যমে কর্ম জীবনের হাতেখড়ি তার। সে বছরটা পোনা উৎপাদন এবং বেচাকেনা ভালো হওয়ায় আর পিছনে তাকাতে হয়নি সুলাইমানের। ছোট্ট একটি পুকুরে মাছ চাষকরে সুলাইমানের এখন পুকুরের সংখ্যা ২০টি। তার দেখাদেখি ঘোড়াশালের অনেক বেকার যুবক মাছ চাষে আগ্রহী হয়।
ঘোড়াশালের আরেক সফল মৎস চাষী শামসুল হক সরকার। মাছ চাষে সাফল্য অর্জন করায় তিনি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরুস্কার অর্জন করেন। তিনি বলেন, মাছ চাষে নিষ্ঠা, সততা ও পরিশ্রম দিয়ে অল্প সময়ের মধ্যে আমাদের দেশের বেকার যুবকরা তাদের বেকাররত্ব জীবন দূর করতে পারে । এটা শুধু অর্থ উপার্জন নয়, এতে এনে দেয় পুরুস্কার ও সম্মান।
পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌস বলেন, উপজেলার প্রায় ২ হাজার ৭ শত সফল মৎস্য চাষি রয়েছে। মৎস্য চাষের প্রতি যুবকদের আগ্রহ বাড়াতে এবং মৎস্য চাষের মাধ্যমে বেকাররত্ব দূর করার লক্ষে প্রতি বছরই জাতীয় মৎস্য সপ্তাহে মৎস্য চাষের উপর প্রতিযোগিতার মাধ্যমে পুরুস্কার দেওয়া হয়। তিনি আরো বলেন, আমরা সব সময়ই উপজেলার মৎস্য চাষিদের খোঁজ-খবর ও পরামর্শ দিয়ে থাকি।


বলম্বী । এছাড়া মাছ চাষের পরিচর্যায় কর্মসংস্থান হয়েছে প্রায় ১৫ হাজার লোকের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন