আল-আমিন মিয়া,নিজ¯^ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ ফারর্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক আল-মুজাহিদ হোসেন তুষার এর দাম্পত্য জীবন সুখের হোক এই কামনায় নরসিংদীর তাজা খবর ২৪ ডট কম। আকাশে বাতাসে ধ্বনিত হল দুটি মন মিলনের পয়গাম এ মন ও মনকে সম্মতি দিল আজ থেকে শুরু হোক বিশ্বাসের সমাগম। শেরওয়ানি আর টুপি পরে এল বর হাতে হৃদয় নিয়ে লজ্জার রং বেনারশিতে মিশে বিশ্বাসে মন বদলেই বলে বিয়ে। বিশ্বাসের ওপর দাঁড়াক ভালবাসা বিশ্বাসে জম্ম নিক নতুন জীবন দূর হোক সব সন্দেহ। দুটি মন মিলে একাকার হয়ে বন্ধন গড়–ক শুভ বিবাহ। একটু চেনা,একটু অচেনা গভীর রাগ-অনুরাগে দৃষ্টিতে শুধু ছোঁয়া তোমাকে এতেই মন মেনে নেয় অচেনা প্রতিবেশি মনটাকে। কারণ বিশ্বাস আছে তাতে। হৃদয়ের ছোঁয়া লাগুক হৃদয়ে নয়নে নয়নে পড়–ক দৃষ্টি। পরম পরশে প্রণয়ের দোলা দিক দেহে প্রাণেতে হোক ভালবাসার সৃষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন