মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

পলাশে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা


জাহিদ হোসেন,
নরসিংদীর পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার পলাশ উপজেলায় বাল্য বিবাহ ও সমাজের অসামাজিক কাজগুলো
ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, নূরে-আলম রনী,অর্থ সম্পাদক মোবারক হোসেন, সৈয়দ মাহাবুব, মুঞ্জুর হোসেন খান, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার প্রতিনিধি মো, আল-আমিন মিয়া, দৈনিক দেশকালের প্রতিনিধি মোশাররফ হোসেন,নরসিংদীর খবরের প্রতিনিধি ওয়াদুদ বাচ্চু মিয়া, সাপ্তাহিক পত্রিকা সমাচারের প্রতিনিধি বায়েজিদ মিয়াসহ উপজেলা সাংবাদিকগণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন