আল-আমিন মিয়া,বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে মামুন (২৮) ও আফশার মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পলাশ থানা পুলিশ। শনিবার সকালে পলাশ উপজেলার তালতলি বাজার থেকে ৫০ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত মামুন শিবপুর
উপজেলার শিমুলিয়া গ্রামের আরমান সরকারের ছেলে এবং আফশার মিয়া হলো, পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। থানা সুত্রে জানা যায়, আটককৃত মামুন ও আফশার মিয়া দীর্ঘ দিন যাবত পলাশ উপজেলার তালতলির বাজার এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এ এসআই সোহেল রানা ৫০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করেন। এব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ জানান,
আটককৃত মামুন ও আফশার মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন