নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ থানায় অপহরন ও চাঁদাবাজি মামলায় উপজেলার জিনারদী ইউনিয়ন যুবগীলীগের সভাপতি আজাদ উদ্দিন কে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপরে জিনারদীর রাবান এলাকা থেকে পলাশ থানার এসআই আব্বাস ও এসআই তহুরুল তাকে আটক করে। আটককৃত আজাদ দক্ষিণ পারুলীয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারী ঘোড়াশাল ভাগদী এলাকার আবদুল হাফিজ মিয়া ছেলে বদরুল ইসলাম মটরসাইকেল যোগে নরসিংদী যাওয়ার পথে
পারুলীয় নামক এলাকায় পৌছালে যুবলীগ নেতা আজাদ সহ ৫ থেকে ৬ জন লোক তার গতিরোধ করে এবং তাকে অপহরণ করে নরসিংদীর চিনিশপুর এলাকায় একটি পরিত্যাক্ত ভবনে আটকে রাখে। সেখানে তারা মোবাইল ফোনে অপহত পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে পলাশ থানা পুলিশ ও নরসিংদী ডিবি পুলিশের তৎপরতায় আসামীরা বদরুল কে রেখে পালিয়ে যায়। ঘটনার পরের দিন বদরুল পলাশ থানায় যুবলীগ সভাপতি আজাদ সহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ১৫। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আসামিরা দীর্ঘদিন গা ডাকা দিয়ে থাকে । পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আটকের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন