বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

পলাশে ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত


                                                                                    আল-আমিন মিয়া,বিশেষ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতির সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফারর্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক আল-মুজাহিদ হোসেন তুষার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কারিউল্লাহ সরকার, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান বদুরুজ্জামান ভূইয়া (বদু), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন,যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (টুকু), উপস্থাপনা করেন, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন (¯^পন),গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন নেতাকর্মীরা। উল্লেখিত সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে জাহিদ হোসেন, সোহাগ মিয়া, আবুল কালাম আজাদ,শাকিল মিয়া নিজেদের কর্মী সমর্থক নিয়ে ব্যাপক ভাবে সম্মেলনে যোগদিয়ে সভাপতি প্রার্থী হন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে প্রধান অতিথি আল-মুজাহিদ হোসেন তুষার তার বক্তব্যে নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, সম্মেলনের সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচিত যোগ্য প্রার্থী যাচাইয়ের ক্ষেতে কিছুটা সময় চেয়ে নেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ প্রধান অতিথির সাথে এক মত পোষন করলে ওয়ার্ড কমিটি গঠন না করে সম্মেলন শেষ করা হয়। প্রধান অতিথি গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,রফিকুলকে পরিক্ষা করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি করেছি তাই আজ গজারিয়া ইউনিয়নের ওয়ার্ড কমিটিতেও হাজারও মানুষ সমর্থকদের ঢল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন