হাজী জাহিদ,
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দুটি করাত কলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার। আজ বুধবার দুপরে ঘোড়াশাল পৌরসভার বাজার এলাকায় লাইসেন্স বিহিন শরিফ নামে এক মালিককে নগদ ১০
হাজার টাকা ও চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে রোকন নামে আরেক মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের সাহসীগতার কারণে ঘোড়াশাল পৌরসভার বাজার এলাকার চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি কমানো সম্ভব হয়েছে বলে এলাকার সাধারণ মানুষ মনে করে। এবং ওই এলাকার লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ বছর যাবত অবৈধ ভাবে রাস্তার পাশে গাছ ফেলে রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। আগে কখনো উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন ব্যবস্থা নেয়নি এই প্রথম পলাশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ব্যবস্থা নেয়। ঠিক এই কারণেই এলকার সাধারণ মানুষ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারকে সাহসী ম্যাজিস্ট্রেট হিসেবে মনে করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন