নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলহাস মিয়ার সহযোগিতায় বিপুল পরিমাণ দা,ছুরি,চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পলাশ থানার পুলিশ। আজ সোমবার দুপরে পলাশ বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কাউন্সিলর জুলহাস মিয়ার কাছ থেকে জানা গেছে, গতকাল রাতে গাজীপুর জেলার কালীঙ্গঞ্জ উপজেলার নারগানা এলাকায় পলাশ বাজার ও গড়পাড়া এলাকার কিছু ছেলে পেলে পূজা মন্ডব দেখতে যায়। এসময় নারগানা এলাকার ছেলে পেলেদের সাথে মারপিট হয় বলে জানতে পারি। তার পর আজ দুপরে শুনি কিছু ছেলে পেলে পলাশ বাজার ঘাট বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে সাথে সাথে পলাশ বাজার এলাকায় গেলে কাউকে দেখতে পাইনি। পরে চলে আসার সময় হঠাৎ দেখি রিক্সা করে দুইটি ছেলে ছালা দিয়ে পেচানো কি জানি নিয়ে যাচ্ছে তখন আমার সন্দেহ হয়। এবং রিক্সা থামাতে বললে সাথে সাথে ছেলে দুটি দৌড়ে পালিয়ে যায়। তার পর রিক্সার কাছে গিয়ে দেখি দেশীয় অস্ত্র এবং সাথে সাথে বিষয়টি থানায় জানালে এসআই সিদ্দিক অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন