নরসিংদী প্রতিনিধিঃ
দুর্যোগ মোকাবিলা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার প্রধান সড়কে র্যালী ও আলোচনা সভা করা হয়। অবস্থানগত কারণে বাংলাদেশ পৃথিবীর দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। প্রায়ই মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠছে এ অঞ্চল। সাম্প্রতিক সময়ে বজ্রপাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বজ্রপাতকেও দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য, টেল টু লিভ” যার ভাবার্থ” দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে”। দুর্যোগকে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে আগাম বার্তা ও সম্মিলিত উদ্যোগে দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে হ্রাস করা সম্ভব। এসব বিষয়কে সামনে রেখে সামাজিক সচেতনতা ভারাতে র্যালী ও আলোচনা সভাটি করা হয়। এতে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার লাকীসহ অনন্য কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন