নরসিংদী প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন দেশে আজ ক্ষমতাশীলদের দাপট চরম পর্যায় চলে এসেছে। জণগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের কাউন্সিলর গুলো পর্যন্ত তাদের দলীয় লোক দিয়ে দখল করে নিয়ে গেছে। দেশের মানুষের কোন চাওয়া পাওয়ার মূল্য নেই তাদের কাছে। সাধারণ মানুষ আজ অনেকটা অসহায়। এই জীম্মি দশা থেকে তারা জনগণ মুক্তি চায়।
গতকাল রবিবার বিকালে নরসিংদীর নির্বাচনি এলাকার পলাশ উপজেলার বিভিন্ন পূজামন্ডব পরির্দশন শেষে উপজেলার গজারিয়া এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের অধিকাংশ জনপ্রতিনিধি বিনা ভোটে নির্বাচিত। যার ফলে তাদের অনেকেই জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। জনগণের অধিকার হরণ করে কেও বেশিদিন ক্ষমতায় টিকে থাকে পারে নি আর পরবেও না। একদিন জনগণের ক্ষোভে গণবিস্ফোরন হবে। সেদিন ক্ষমতাশীল দল পালাবার পথও খুজে পাবে না।
এসময় পথসভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি এম.এ আউয়াল, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিলটন। পৌর বিএনপির সভাপতি আবদুল ছাত্তার, সাধারণ সম্পাদক আলম মোল্লা, উপজেলা যুবদল সভাপতি নেছার আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হুমায়ন, পৌর যুবলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলে সভাপতি এম এ বাসেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পৌর ছাত্রদলের সভাপতি রতন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম দুদু, সাধারণ সম্পাদক কাউছার গাজী প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন