সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

ছেলের জম্মদিনে মায়ের শুভ কামনা ও সবার কাছে দোয়া পার্থনা









আসছে আগামী ১৫ অক্টোবর ২০১৬ইং তারিখে নরসিংদীর পলাশ উপজেলার রেনুকা বিউটি পার্লার এর মালিক আখি আক্তারের ছেলে ইয়ামীন ইসলাম অষ্টম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এই উপলক্ষে ছেলের জম্মদিনে মায়ের শুভ কামনা ও সবার কাছে দোয়া পার্থনা। শুভ জম্মদিন!! ফুলেরা ফুটেছে হাসি মুখে বাড়ছে ভ্রমরের গুঞ্জন, পাখিরাও গাইছে নতুন সুরে জানাতে তোমায় অভিনন্দন! নদীতে বইছে খুশির জোয়ার বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ তোমার জন্যই সব! জীবনে হও অনেক বড় পৃথিবীকে করো ঝণী,গাইবে সবাই তোমার জয়গান রাখবে মনে চিরদিনি। জীবন হোক ছন্দময় ¯^প্নগুলো রঙিন,ভালোবাসায় ভরে উঠুক তোমার জম্মদিন! জম্মদিন শুভ জম্মদিন। ভোরে উঠেই ভোমড়া তাড়া-কাজের চাপে দিশে হারা: নেই ফুরানো দম-দিনটা তবু অন্যরকম। কাজের ফাঁকে চুমুক কাপে-ক্ষণ আড্ডায় সময় মাপে: আনমনা কি মন? আসছে বুঝি কোন মধুক্ষণ। আকাশ নীলে উঁকি মারা-মনটা যেন ছন্নছাড়া: মনের কোনায় স¥ৃতি-ভাঙছে নিয়ম নীতি। জম্মদিনের এই দিনে আজ চঞ্চলা মন ষোড়ষী সাজ; বাঁধন কাটার সুর-দিচ্ছে উড়াল দূর। নিজের মতো নিজের কাজে কষ্ট অনেক দুঃখ মাখে; লাগুক ছটা আলোয়-মন্দ কাটুক ভালোয়। মন থেকে শুধু এ কথাই ভালো থেকো এই আমি চাই।     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন