বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

সাংবাদিক মাহমুদকে অপহরন করার এক বছর পরেও বিচার হয়নি


আল-আমিন মিয়া,বিশেষ প্রতিবেদকঃ
 ঢাকা রাজধানীর উত্তরায় অনুসন্ধানী সাংবাদিক মাহমুদুল হাসানের উপহরনের এক বছর হলেও এখনো কোন রহস্য উন্মোচন ও বিচার হয়নি। জানা গেছে,২০১৫ সালের ৯ মেখিল¶েত হতে ডিবি পরিচয়ে অস্ত্রেরমুখে তুলে নিয়ে উত্তরায় একটি বাসায় দুইদিন আটক রেখে নির্মম নির্যাতনচালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ ও আর সাংবাদিকতা করবেনা মর্মে মুচলেকানিয়ে ছেড়ে দেয়া হয়। তার নিকট হতে জোর পূবর্ক আদায় কৃত চেক দিয়ে আদালতে মামলা করা হয়। মামলার এজাহারে জালিয়াত চক্র প্রধান অনিমেষ কুমার উল্লেখ করেন,১০/১০/২০১৫ তারিখ দ¶িনখান ডাচবাংলা ব্যাংকে বসে তাকে চেক দেওয়া হয়। অথচ ১০/১০/২০১৫ তারিখ মাহমুদউত্তরায় তাদেরই হাতে জিম্মী ছিল। উক্ত তারিখে মাহমুদের
শাশুরী নাসিমাবেগমের সাথে তিনশত টাকার ষ্টাম্পেচুক্তি হয়। ষ্টামে নয় জন ¯^া¶ীহিসেবে সহি করে। তবে একই দিনে একই সময়ে কিভাবে চেক মাহমুদ চেকদিল। কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। মামলা করে ফেসে গেছেনবাদী নিজেই। তার মামলার সুত্র ধরেইবেরিয়ে আসবে অপহরন,গুম,নির্যাতন,মুক্তিপন আদায় ও সংঘবদ্ধ অপরাধ চক্রের মুখোষ। কিন্তু কোন এক অদৃশ্য শক্তিরইশারায় মামলাতো দুরের কথা কোন কথাও তিনি বলতে চাচ্ছেন না। দীর্ঘ ১৮মাস পেরিয়ে গেলেও সন্ত্রাসীদেও নির্যাতনের শিকার মাহমুদ আজওপুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। তার বাম পাভেঙ্গে দেয়া হয় ডান চোখে আঘাতের কারণে অনেকটাই ¶তিগ্রস্থ হয় তিনি। অপহরন কারীরা দুই দিন হাতুরি দিয়ে মাথায় আঘাত করে। পূর্ব হতেই মাথারচিকিৎসা নিচ্ছিলেন সাংবাদিক মাহমুদুল হাসান। ১/১১এর সময় শীর্ষ মাদক ব্যবসায়ীদের হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পূনরায় ২০১২ সালে আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মাণকে কেন্দ্র করে এস আই মতিউর রহমানকে পিটিয়ে হত্যা করার দৃশ্য ক্যামেরায় ধারনকালে সন্ত্রাসীদের লাঠির আঘাতে মাথা ফেটে গুরুতর যখম হন মাহমুদুল হাসান। আহত মাহমুদুল হাসানের তোলা ছবি পরের দিন পত্রিকায় প্রকাশ হলে, ঐ পত্রিকাটি হাতে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পত্রিকায় প্রকাশিত নিমর্ম হত্যা কান্ডের ছবি দেখে কেঁদে ফেলে ছিলেন। ভাগ্যের কি র্নিমুল পরিহাস যেই মানুষটি অসহায় মানুষের পাশে থাকার জন্য রাতদিন কাজ করে গেছেন আজ সেই যেন বড় অসহায় হয়ে গেছেন। আজ কি মাহমুদুল হাসান তার উপর হওয়া অমানুষিক নির্যাতনের বিচার পাবে?। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন