বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

পলাশে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


                                                                                    জাহিদ হোসেন বিশেষ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে শাজাহান মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পলাশ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দরিহাওলাপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। পলাশ থানা সুত্রে জানা যায়, আটককৃত শাজাহান মিয়া রায়পুরা উপজেলার মইনউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত রায়পুরা থেকে গাঁজা এনে পলাশ উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছেন। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এসআই গোলাম মোস্তফা সিরাজ বান্ডারির বাড়ি থেকে  এক কেজি গাঁজাসহ তাকে আটক করে। এব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আটককৃত শাজাহান মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন