পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা
র চরসিন্দুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইয়াবা ব্যবসায়ী ওমর ফারুকের ইয়াবা ব্যবসার সহযোগি আমিনুল হক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। অনলাইন পত্রিকায় নরসিংদীর তাজা খবর ২৪ ডট কমে নিউজ হওয়ার পর পলাশ থানার ওসি আবুল কালাম আজাদের নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এসআই শামীম আমিনুলকে আটক করেন। পলাশ থানা সুত্রে জানা যায়, আটককৃত আমিনুল হক পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকার মৃত গেয়াসউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত
চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে ফারুকের সাথে ইয়াবার ব্যবসা করে আসছেন। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ দেওড়ার আমিনুল হকের নিজ বাড়ির পাশে রাস্তা থেকে তাকে থানা পুলিশ আটক করে। এব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কোন মাদক ব্যবসায়ী পলাশ উপজেলায় মাদক বিক্রি করতে পারবে না। আমিনুল হক আটক হয়েছে এবং ফারুকসহ যারা মাদক ব্যবসা করে সবাইকে আটক করা হবে। তিনি আরো বলেন, আটককৃত আমিনুল হকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন