নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে কৃষি ও খাদ্যশস্য বাঁচাতে ইঁদুর দমন অভিযান শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০১৬ উদ্বোধন করেন। এ সময় জানানো হয়,ইঁদুর প্রতি বছর দেশে ১৫ লাখ টনের অধিক খাদ্যশস্য নষ্ট করে। ইঁদুর দমন উদ্বোধন অনুষ্ঠিানে আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার লাকীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন