ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে সিভিল ও ১ থেকে ৪ ইউনিটে ঠিকাদারের নিয়ন্ত্রিত অস্থায়ী লেবার শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে অবস্থান কর্মসূচি পলান করা হয়েছে। আজ রবিবার ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শ্রমিক সকাল থেকে দুপর ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা দাবি করে বলেন, তাদের শ্রম বিক্রি করে কোম্পানির কিছু অসাধু কর্মকর্তা ও ঠিকাদাররা তাদের শ্রমের ন্যায্য মজুরি দিচ্ছে না। ৩৩৫ টাকা দৈনিক বেতনের পরিবর্তে তাদের মাত্র ১২০ টাকা করে দেওয়া হচ্ছে। যার বাকি অংশ স্থানীয় ঠিকাদার ও বিদ্যুৎ কেন্দ্রের কিছু অসাধু কর্মকর্তা মেরে দিচ্ছেন
। ১,২ ইউনিটের সুপারভাইজার হোসেন আলী বলেন, শ্রমিকদের ন্যায্য বেতনের জন্য স্থানীয় ঠিকাদার ও কেন্দ্রের প্রধান প্রকেšশলীর নিকট সরাপর্ণ হয়েও কোন সাড়া পাইনি। কেন্দ্রের সিভিল ও ইউনিটগুলোতে পরিস্কারের কাজে ১৫০ জন শ্রমিক সকাল ৮ টা থেকে দুপর ২টা পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ বোর্ড থেকে কেন্দ্রের কর্মকর্তারা প্রতিটি শ্রমিকদের নামে দৈনিক ৫০০ টার করে হাজিরা নিচ্ছে আর শ্রমিক পাচ্ছে মাত্র ১২০ টাকা। লাল মিয়া নামে এক শ্রমিক জানান, ঠিকাদারদের কাছে ন্যায্য মজুরি চাইতে গেলে তারা কাম থেকে বের করে দিতে চায়। এই টাকায় সং¯^ার চালাতে অনেক কষ্ঠ হয়।
এসসব বিষয়ে ১ থেকে ৪ ইউনিটের ঠিকাদার সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্র দরপত্রের মাধ্যমে মুজুরি নির্ধারণ করে এখানে ঠিকাদারদের কোন হাত নেই। আমাদের পক্ষ থেকে মজুরি বাড়ানোর জন্য প্রধান প্রকৌশলীর নিকট আবেদন জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন