শুক্রবার, ১ জুলাই, ২০১৬

সালমানের ‘ধর্ষণ’ মন্তব্যে যা বললেন শাহরুখ


বিনোদন ডেস্ক :
সালমান খানের সাম্প্রতিক ‘ধর্ষণ’ মন্তব্যে দে
তা কী বললেন শাহরুখ?
শজোড়া বিতর্কের মাঝেই এ বার এই ইস্যুতে মুখ খুললেন শাহরুখ খান। ইন্ডাস্ট্রির কেউ সালমানের পাশে দাঁড়িয়েছেন, সোনা মহাপাত্রের মতো কেউ ভাইজানের বিরোধিতা করে ধর্ষণের হুমকি পেয়েছেন, আবার একটা বড় অংশ এড়িয়ে গিয়েছেন বিষয়টা। তাই কিং খানের কমেন্ট বহু প্রতীক্ষিত ছিল।

শাহরুখের কথায়, ‘‘গত কয়েক বছর ধরে লক্ষ্য করেছি, আমি নিজে অনেক ভুলভাল কমেন্ট করি। সেটা শুধরে না নিয়ে বাকিরা কে কী ভুল বলল, সেটা নিয়ে সমালোচনা শুরু করি। ফলে সালমানের এটা বলা উচিত, বা ওটা বলা উচিত নয়, এটা ঠিক করার আমরা কেউ নই। আর ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, এই বিষয়টায় কমেন্ট করার জন্য আমি একেবারে ঠিক লোক নই। কারণ আমার মধ্যেও প্রচুর ভুল রয়েছে।’’
বলিউডের একাংশের মতে, খুব চতুর ভাবে গোটা বিষয়টি এড়িয়ে গেলেন বলিউড বাদশা। সালমানকে কোথাও সরাসরি আঘাত না করে, সম্পর্কে চিড় না ধরিয়েও পরোক্ষে তিনি সল্লু মিঞার ‘ভুল’টাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বলে মনে করছেন বি-টাউনের সদস্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন