নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার জংলী শিবপুর বাজারঘাটের কাছে আড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্য¶দর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জংলী শিবপুর বাজারঘাট থেকে নারী, পুরুষ, শিশুসহ শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার গণিশাহর মাজারে যাওয়ার উদ্দেশে রওনা দেয়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরপরই নৌকাটি ডুবে যায়। রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, নৌকাডুবির পর যাত্রীদের বেশির ভাগই সাঁতরে পাড়ে উঠে আসেন। এ ছাড়া স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নেন। এ সময় দুই নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধারকাজে নেমেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন