বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

পলাশ উপজেলা সংবাদ সংস্থার সভাপতি মনা- সম্পাদক রনী









পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলা সংবাদ সংস্থার কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ওয়াবদা নতুন বাজার এলাকায় সংবাদ সংস্থার কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে ১৩ সদস্যের  কমিটি গঠন করা হয়। এতে  আশাদ উল্লাহ মনা ( সমকাল) সভাপতি ও নূরে-আলম রনী (নয়াদিগন্ত) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্য সদস্যরা হলেন, সিঃ সহ-সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেন (দিনকাল), সহ-সভাপতি শরিফ ইকবাল রাসেল (বণিক বার্তা) ও ওয়াদুদ বাচ্চু (নরসিংদীর খবর), যুগ্ন সম্পাদক মোবারক হোসেন ( সংগ্রাম) , অর্থ সম্পাদক  মোঃ আল-আমিন মিয়া (৭১ প্রতিদিন), সাহিত্য সাংস্কৃতিক বায়েজিদ আহম্মেদ (নরসিংদীর সমাচার), সদস্য মুঞ্জুর হোসেন (এশিয়ান টিভি), মোশারফ হোসেন  (দেশকাল), তারেক পাঠান (¯^াধীন সংবাদ) আল-আমিন মুন্সি (৭১ নিউজ টিভি) মনিরুজ্জামান মনির (নরসিংদীর মুক্তচিন্তা)।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন