মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

পলাশে এবার এক রাতে দুই বাড়ীতে দুর্ধষ ডাকাতি।





পলাশ প্রতিনিধিঃ 
নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের শান্তানপাড়া  গ্রামের  আব্দুল লতিফ ও প্রবাসী শাহিনের বাড়ীতে  সোমবার গভীর রাতে এক দুর্ধষ   ডাকাতি সংগঠিত হয় । এ সময় ডাকাতদের এলোপাতাড়ি কোপে   আব্দুল লতিফের   ছেলে নাসের খান মারাতœক আহত হয়।পরে তাকে আহত অবস্থায়  নরসিংদী সদর হাসপাতাল  থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।এ বিষয়ে বাড়ির মালিক  আব্দুল লতিফ  জানান  ,গতকাল রাত আনুমানিক ২ টায় ৫-৬
জনের একটি সশস্ত্র ডাকাত দল  ঘরের দরজা ভেঙ্গে  ভিতর প্রবেশ করে।পরে তারা পরিবারের সদস্যদেরকে মারধর করে হাত পা বেঁধে একটি রুমে আটক করে রাখে ।এ সময় আমার ছেলে প্রতিবাদ করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।  পরে   ডাকাতরা নগদ ত্রিশ হাজার টাকা, সাত ভরি ¯¦র্ণ, ১টি মোবাইল ফোনসহ মালামাল   নিয়ে পালিয়ে যায়। একই সময়ে ডাকাতরা প্রতিবেশী শাহিনের বাড়িতে হানা দিয়ে মোবাইল ফোন সহ ল¶াধিক টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা ¯^ীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছ্।ে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন