সোমবার, ১১ জুলাই, ২০১৬

মাদকের শহর হয়ে উঠেছে ঘোড়াশাল পৌর এলাকাগুলো


                                                                             নিজ¯^ প্রতিবেদকঃ

নরসিংদীর পলাশে মাদকের শহর হয়ে উঠেছে ঘোড়াশাল পৌরসভার এলাকাগুলো। পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতাদের টপকে অহরহ চালিয়ে যাচ্ছে  ভয়াবহ মাদক ব্যবসা আর  মাত্র ৫০ থেকে ৫০০ টাকার ভিতরে খুব সহজেই মিলচ্ছে মদ,গাঁজা. ইয়াবা ফেন্সিডিল সহ বিভিন্ন ভয়াবহ মাদক দ্রব্য। অনুসন্ধানে জানা যায়, ঘোড়াশাল পৌরসভার ভিতরে বেশির বাগ চলছে বড় বড় মাদক ব্যবসা, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির হাতের নাগালেই চলছে জমজমাট গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ নানা রখম মাদক ব্যবসা। প্রায় বছর দুই আগে মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মিলন হত্যাকান্ড সংঘঠিত হয়। মলিন মারা যাওয়ারপর ঘোড়াশালবাসী অনেকটা সস্তি ভুগ করলেও মিলন হত্যার পর পুণরায় মাথা চারা দিয়ে উঠেছে মাদকের আরেক গডফাদার মিলনের স্ত্রী তার নেতৃত্বে এখন চলছে রমরমাট মাদক ব্যবসা জানা যায়, ঘোড়াশাল চরপাড়া, টেঙ্গরপাড়া, খালিসারটেক, মিয়াপাড়া, ঘোড়াশাল বাজার সহ বেস কয়েকটি এলাকায় ছড়িয়ে আছে মিলনের স্ত্রীর নেতৃত্বে  ভয়াবহ মাদক ব্যবসা। ঘোড়াশাল পৌরসভা অফিসের অনেকটা কাচ্ছে পৌর মেয়র ও পলাশ উপজেলা চেয়ারম্যানের বাড়ি থাকলেও মাদক ব্যবসায়ীদের মাঝে কোন ভয়দেখা যায় না। ঘোড়াশাল উত্তরচর পাড়ার ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসায়ী নাগিনের বিশাক্ত সোবলে ধংস হয়ে যাচ্ছে যুব সমাজ নাম প্রকাশ না করার শর্ত্বে  উত্তরচর পাড়ার এক মাদক বিক্রেতা প্রতিনিধি বলেন, পুলিশ ও স্থানীয় নেতাদের দেখি নাগিনের বাড়িতে বসে চা খায় আমাদের মাদক ব্যবসা করতে আর ভয় কি?। এবার ঈদকে ঘিরে মাদক ব্যবসায়ীরা আরো সক্রিয় হয়ে উঠেছে চালাচ্ছে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য। ঘোড়াশাল পৌরসভার আনাচে কানাচে ছড়িয়ে আছে বড় বড় মাদক ব্যবসায়ীদের বিক্রয় প্রতিনিধি। এর মধ্যে ঘোড়াশাল পোষ্ট অফিস রোডের ইয়াবা ব্যবসায়ী সবুজ, গাঁজা ব্যবসায়ী মান্নান, চরপাড়ার ফেন্সিডিল ও ইয়াবা, গাঁজা ব্যবসায়ী কবির মিয়া ও ইয়াবা ব্যবসায়ী হাত কাটা শরিফ মিয়া, গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী ফালু মিয়া, ইয়াবা ব্যবসায়ী মহর মিয়া, টেঙ্গরপাড়ার গাঁজা ব্যবসায়ী জালাল, খালিসারটেকের ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী মোবারক হোমেন (ফেন্সি মোবারক) মিয়াপাড়ার গাঁজা ব্যবসায়ী আবদুল রব মিয়া, ঘোড়াশাল বাজারের ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী আমিন মিয়া। এছাড়া মাঝে মধ্যে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ কয়েকটি মাদক বিক্রয় প্রতিনিধিদের মাদক সহ আটক করলেও বড় বড় গডফাদাররা রয়েছে ধরাছোয়ার বাহিরে। বরচং মাদকের গডফাদাররা আটককৃতদের জামিনে এনে পুণরায় এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছে। বিভিন্ন পত্র প্রত্রিকায় নিউজ হওয়ার পরেও দেখা যায় নি কোন প্রতিকৃয়া, দেখেও না দেখার ভাবদরে রয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন