![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoCHdDgA_nzlpU5fd7_Mz8DHWdU1Q01XHQBZ2wZZxYXX2JfaFn_v4o0pSdG0G_YxtFKFeFMlOimNIDmQhjmp-c7vI_Aj6xszs8dNGLN3yFoo6071ZuLCb3FmQgRO-f6VA3pIMMNV5Ot1E/s320/palash.jpg)
পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিংএর সভাপতি আবদুল আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য কামরুল আ
শরাফ খান পোটন। সভার উদ্বোধক হিসেবে উপস্থি ছিলেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম শফি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন মন্টু, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবেরউল হাই প্রমুখ। এসময় উপজেলার পেশাজীবিরা ছাড়াও স্থানীয় শিক্ষক, আলেম, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থি ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন