শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

পলাশে কিশোরী শ্রমিককে ধর্ষণ





পলাশ ( নরসিংদী ) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় সেমরি ডায়িং কোম্পানিতে কর্মরত ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের ¯^ীকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি যাওয়ার পথে তাকে ধর্ষণের ¯^ীকার হতে হয়। এ ঘটনায় শুক্রবার সকালে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও
নির্যাতিত কিশোরী জানায়, ঘোড়াশাল পাইকসা নামক গ্রামের নজরুল মিয়ার ছেলে ফয়সাল দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটে ঐ কিশোরীকে উক্তত করে আসছে। বৃহস্পতিবার রাত ১২ টার সময় কাজ শেষে বাড়ি যাওয়ার পথে ফয়সাল তার বন্ধু পারবেজ ও পাভেলের সহযোগীতায় তাকে রাস্তার পাশে^র একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,  এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের আটকের  জন্য পুলিশি অভিযান অব্যহৃত রয়েছে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন