নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় বাল্য বিবাহ থেকে র¶া পেয়েছে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী বৃষ্টি রানী শিল। আজ শুক্রবার দুপুরে পলাশ উপজেলার দড়িহাওলা পাড়ার প্রদীপ শিলের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার সময় স্থানীয় সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় রক্ষা করা হয় পলাশ খানেপুর স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী বৃষ্টি রানী শিল। এ ঘটনায় ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আলম খন্দকারকে দায়ত্তো¡ দিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয় পুলিশ। এলাকা সুত্রে জনা যায়, শুক্রবার সন্ধ্যায় একিই
এলাকার মৃত সুমন দাসের ছেলে আসিক দাসের সাথে বিবাহ দেওয়ার কথা ছিল এসময় পলাশ উপজেলা প্রেস ক্লাবে বাল্যবিবাহ হচ্ছে বলে এলাকার লোক জন জানায়। পরে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশাউল্লাহ মনা সত্যতা জানতে এক জন প্রতিনিধিকে পাঠায় ও বাল্যবিবাহর ঘটনা নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারকে জানান। পরে সাথে সাথে পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়ে ৮ম শ্রেণীর ছাত্রী বৃষ্টি রানীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন