নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে ঘোড়াশাল শহর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। ঐ সময় রুহুল পৌর ছাত্রদলে নেতাকর্মীদের নিয়ে আলাপচারিতায় ছিলেন। এ ঘটনায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন হোসেল বলেন, চা খাবার অবস্থায় তিন জন লোক রুহুলকে ওসির কথা বলে ডেকে নিয়ে যায়। আটকের পর থানায় গিয়ে দেখি তাকে ৫০ পিচ ইয়াবার মামলা
দেওয়া হয়েছে। কিন্তু আটকের সময় তাকে তল্লাসি বা ইয়াবার বিষয়টি পুলিশ আমাদের জানায় নি। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য জনিত ঘটনা। আমরা পৌর ছাত্রদলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্ধা জানিয়ে তার মুক্তি দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আটককৃত রুহুল মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন