![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP_T8Y0MUxfkmMryX09tQAdUKZtcS2jvxgxNIdNd-y4ys6XyekVDAScCALSg7udMLPywXJl_JnijS4UpzkpxX7HD-wYELFZxaR6s17TMiQRGRZXCYXaBX2QS-YuV8qf_ZfqjDRa-kAk6E/s1600/dipika.jpg)
বলিউড অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের প্রেম নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। এর আগে অনেকবারই তাদের বাগদান এবং বিয়ের গুঞ্জন শোনা গেছে।
এদিকে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি তারা। তাদের প্রেমের বিষয়টি অবশ্য অস্বীকারও করেননি এ জুটি। শোনা যাচ্ছে, চলতি বছরের শুরুতে গোপনে
বাগদান সেরেছেন রণবীর- দীপিকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, রণবীর এবং দীপিকার পরিবার একত্রিত হয়ে পাঞ্জাবী রোখা অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাগদান করান।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, এ জুটির দুজনেরই বাবা-মা চাইছিলেন তাদের বিয়ে হোক কিন্তু ওই মুহূর্তে বিয়ে করতে অস্বীকৃতি জানান দীপিকা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এ জন্য তার সময় প্রয়োজন। রণবীরকে বিয়ের জন্য দুই বছর চেয়ে নেন দীপিকা। তবে তাদের সম্পর্ককে দৃঢ় করতে আংটি বদল করে বাগদান করেন তারা।
এদিকে ৬ জুলাই ৩১ বছর পূর্ণ করলেন রণবীর সিং। শোনা যাচ্ছে, জন্মদিনে গোপনে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন এ জুটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন