নরসিংদী প্রতিনিধি ঃ
নরসিংদীতে অভিনব উপায়ে পাচারের সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ মহিলাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের পৌর শিশু পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নরসিংদীর রায়পুরা উপজেলার চম্পকনগর গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩০)ও বি-বাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে মমতাজ বেগম (৩৫)। পুলিশ জানিয়েছেন,
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর শিশু পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেন্সিডিল পাচার হতে পারে বলে জানতে পায় পুলিশ। এমন খবরের ভিত্তিত্বে সদর মডেল থানার উপ-পরিদর্শক তাপস কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখানে দাড়িয়ে থাকা ওই মহিলাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় একজনের হাতে থাকা একটি ব্যাগে ২০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারপর তাদের আটক করে থানায় নেওয়া হয় এবং সেখানে নারী কনস্টেবল দিয়ে অপর মহিলার দেহ তল্লাশী করে অভিনব উপায়ে শরীরে সাথে বাধা আরও ৩০ বোতল ফেন্সিডিল পাওযা যায়।
সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহাম্মেদ বলেন, কোন মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দেওয়ার জন্যই তারা এই ফেন্সিডিল গুলো নিয়ে অবস্থান করছিল । তাদের কে ফেন্সিডিলসহ আটক করে থানা হাজতে রাখা হয়েছে । তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন