বুধবার, ৬ জুলাই, ২০১৬

ঘোড়াশাল পৌর ঈঁদগা ময়দান হাজারো মুসল্লির নামাজ আদায়



পলাশ প্রতিনিধিঃ
পবিএ ঈদুল ফিতর উপল¶ে প্রথম বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঘোড়াশাল পৌর ঈদগা ময়দানে। ৯ গ¤\^ুজ সম্মিলিত এই ঈদগাহে একসাথে নামাজ আদায় করেন প্রায়-৫০ হাজার মুসুল্লি।  এর আগে ঘোড়াশাল পৌরসভা মেয়র-শরীফুল হক এর পরিক্লপনায় ও পৌরসভার অর্থায়নে ২ একর জমির উপর নির্মিত এই ঈদগাহের গম্ভোজের মিনার
গুলি সিরামিক দিয়ে তৈরী করা হয়েছে। মিনার ও ঈদগাহের চারপাশ্বে সৌন্দর্য মন্ডিত করতে সন্দার পর থেকে ঝলছে বিভিন্ন রঙ্গের আলোকবাতী। ঘোড়াশাল পৌরসভা মেয়র-শরীফুল হক বলেন-এই ঈদগা হবে নরসিংদী জেলার ঐতিহ্যবাহী ঈদগা মাঠ।পৌর এলাকার সর্বস্তরের জন সাধারন কে নিয়ে এক সাথে ঈদের জামাত আদায় করবো”এটা আমার সপ্ন ছিল।আল্লাহ পাক আমার সপ্ন পূরন করতে যাচ্ছেন।তিনি পবিএ ঈদুল ফিতর কে কেন্দ করে জেলার বিভিন্ন স্থানের ধর্মপ্রান মুসুল্লিদের এই ঈদগাহে নামাজ আদায়ের জন্য আহবান জানান। প্রথম বারের মতো নব-নির্মিত ঈদগা ময়দানে ঈদের জামাত অনুুষ্ঠিত হয়-৮.৩০ মিনিটে নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিত হাফেজ মাওলানা অধ্যাপক ডঃশহীদুল ইসলাম বরকাতী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন