পলাশ প্রতিনিধিঃ
জেলার পলাশ উপজেলার পলাশ থানা সেন্ট্রাল কলেজের উদ্যোগে ওরিয়েন্টশন ক্লাশ, বাস সার্ভিস ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পলাশ উপজেলার পারুলিয়া ইছাখালী মোড়ে প্রতিষ্ঠিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের ক্যাম্পাসে পরিচালক বাহাউদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক শহিদুল হক সুমনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জামাল উদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর জান্নাতুল আম্বিয়া শেলী, আবুল বাশার মোঃ ছালেহ রনি, জাকিয়া সুলতানা ও হোসনে আরা মিলি প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সেন্ট্রাল কলেজের দুরদুরান্তের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে কলেজের নিজ¯^ একটি বাস সর্ভিস উদ্ধোধন করেন।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষক আনিছা আনার ও রোকন উদ্দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন