![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK_k19IIAOVpLAD51HBUGrB_dvH1k43mXK1SleGrV7flHWHZXdJvXY27mDb15cnafogGnjlZYyRrVR0jnOUhD_JWE2-hIpLiKM1KV2GiHIfRw1yghRYaOv3ZOTEXseqmOcUb8XtI3DSCQ/s320/palash14.07.017.jpg)
বাইজিদ আহাম্মেদ পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় ৪ কেজি গাঁজাসহ চঞ্চল ও সোহান নামে দুইজ কে আটক করেছে পলাশ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল বাইপাস সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন চেকপোস্টে উত্তরা পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত চঞ্চল মিয়া নেত্রকোনা জেলার বারহাট্রা থানা এলাকার জসিম উদ্দিনের ছেলে ও সোহান ইসলাম
ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার মিল্টন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, তারা বি-বাড়ীয়া থেকে গাঁজা নিয়ে ঢাকা-টঙ্গি এলাকায় বিক্রয়ের উদ্দ্যেশে রওনা করলে চেকপোস্টে তল্লাসি করে ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করে পলাশ থানার এসআই সিদ্দিকুর রহমান।
এব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা নেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন