পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদী জেলার সেরা ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার । জনপ্রশাসন দিবস ২০১৭ উপলক্ষে নরসিংদী জেলার জনসেবার জনবান্ধব ইউএনও হিসেবে প্রথম স্থান অধিকার করেন তিনি। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান
করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। সেরা ইউএনও হিসেবে নির্বাচিত হওয়ায় আজ সোমবার সকাল থেকে পলাশ উপজেলার সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছ জানান। এসময় মাহমুদা আক্তার বলেন, জনসেবার জনবান্ধব হতে পেরে আমি কৃতজ্ঞ। আমি মনে করি, কেউ যখন কোন কাজে সম্মাননা পায় তখন তার দায়িত্ব আরো বেড়ে যায়। আগামী দিনগুলোতে যেন জনগণের খুব কাছে থেকে তাদের সেবা দিতে পারি সেই চেষ্ঠাই করবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন