শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

পলাশে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই- আটক ২



পলাশ (নরসিংদী) সংবাদদাতাঃ
নরসিংদীর পলাশ উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে পারুলীয়া এলাকার বিমল দেবনাথ নামে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশ থানা পুলিশ কামরুল ও মোস্তফা নামে দুই জনকে আটক করেছে। আটককৃত কামরুল ঝালকাঠি জেলার নলছিটি এলাকার নজরুল আকনের ছেলে ও মোস্তফা পিরোজপুর জেলার নাজিপুর এলাকার হাতেম আলীর ছেলে।

ক্ষতিগ্রস্থ বিমল দেবনাথ জানান, বৃহস্পতিবার বিকালে ব্যাংক থেকে টাকা তুলে সানের বাড়ি নামক এলাকায় পৌছালে পিছন থেকে একটি সাদা মাইক্রোবাস থেকে চার থেকে পাঁচজন লোক নেমে ডিবি পুলিশ পরিচয়ে আমাকে গাড়িতে তুলে নেয়। পরে তারা আমাকে মারধর করে আমার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। টাকা নেওয়ার পর তারা আমার চোখ বেঁধে ঘোড়াশালের চামড়াব এলাকায় ফেলে যায়। পরে পাশে পুলিশের উপস্থিতি দেখে ছিনতাইতের বিষয় জানালে পুলিশ মাইক্রোবাসটিকে দাওয়া করে।
পলাশ থানার এ.এসআই আমিনুল ইসলাম জানান, গাড়িটিকে দাওয়া করে পাঁচদোন এলাকায় পুলিশি ব্যারিকেট দিলে গাড়ির ভিতরে থাকা তিনজন পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা অপর দুই আসামীকে আটক করে গাড়িসহ থানায় নিয়ে আসি। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানতে পারি পালিয়ে যাওয়ার সময় তিনজন টাকাগুলোও নিয়ে যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এব্যাপারে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আটককৃত ব্যাক্তিদের তথ্যের ভিত্তিত্বে পালিয়ে যাওয়া আসামীদের আটকের অভিযান চালনো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন