শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

নরসিংদীতে ২টি বিদেশী পিস্তল ও ৫০০ গ্রাম গান পাউডার সহ এক মহিলা আটক


নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদীর শিবপুরে ২টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার সহ সুফিয়া নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে শিবুপর উপজেলা ভরতেরকান্দী এলাকা হতে তাকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশ। আটককৃৃত সুফিয়া (২৮) শিবপুর উপজেলার ভরতেরকান্দি এলাকার কামরুল মিয়ার স্ত্রী। সুফিয়ার স্বামী কামরুল বিভিন্ন ধরনরে
অপরাধের সাথে জড়িত রয়েছে বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভরতেরকান্দি গ্রামের কামরুলের বাড়িতে অভিযান চালানো হয়। কামরুলের ঘর তল্লাশী করে ২ টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার, ৬৫০ গ্রাম পারদ, ৩ টি খালি ম্যাগজিন, ২টি পিস্তলে কভার, ১ টি গুলির বক্স, ১ টি পিস্তলের বক্স, পিস্তলে ব্যবহৃত স্টিলের চেইন পাওয়া যায়। এসময় তার স্ত্রী সুফিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে,  সুফিয়ার স্বামী তাকে পিস্তল ও গান পাউডার গুলো রাখতে দিয়েছিল। সুফিয়াকে পিস্তল সহ গ্রেফতারের পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর, মনোহরদী সার্কেল) রেজওয়ান আহমেদ বলেন, বিদেশী পিস্তল ও গান পাউডার বড় ধরনের অপরাধী চক্ররা ব্যবহার করে থাকে। নাশকতা, জঙ্গিবাদ, ডাকাতি কিংবা তারা এসবের ব্যবসাও করতে পারে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভাবছি। এখন পর্যন্ত সুফিয়ার স্বা



মী কামরুল ও তার বন্ধু আল-আমিন ওরফে হাবির সংশ্লিষ্টতা জানতে পেরেছি। সুফিয়াকে জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন