রবিবার, ৯ জুলাই, ২০১৭

ঘোড়াশালে সিএনজি চালক অপহরণ ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি



পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ ঘোড়াশালে নজরুল ইসলাম নামে এক সিএনজি চাকলকে অপহরণ করেছে র্দুবৃত্তরা। অপহরণের পর থেকে নজরুল ইসলামের ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ করেন তার স্ত্রী সাবিনা ইয়াছমিন। অপহৃত নজরুল ইসলাম ঘোড়াশাল চড়পাড়া এলাকার বাসিন্দা।
অপহৃত নজরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াছমিন জানান, গত বৃহস্পতিবার সকালে সিএনজি চালানোর উদ্দ্যোশে বাড়ি থেকে বের হয় । কিছুক্ষন পর আমার স্বামীর
বন্দু সিএনজি চালক কাশেম বাড়িতে এসে জানায় আমার স্বামীকে কয়েকজন লোক অপহরণ করেছে। আমার স্বামী তাকে ফোন করে অপহরনকারীরা মোট অংকের টাকা দাবি করছে বলে বিষয়টি আমাকে জানাতে বলে। এর পর থেকে ওনার মোবইল নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে ওইদিন রাতে পলাশ থানায় একটি জিডি করি। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে আমার স্বামী আমাকে ফোন করে জানায়, তাকে কয়েকজন লোক অপহরণ করেছে এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে তারা আমার স্বামীকে হত্যা করে লাশ ঘোড়াশাল ব্রীজের নিচে ফেলে যাবে। বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়।
এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি অপহরণ কি না তা এখনো নিশ্চিত নই। মোবাইল নাম্বারগুলো ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে। খুব দ্রুত এর রহস্য উদঘাটন করা হবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন