নরসিংদী সংবাদদাতাঃ
নরসিংদীতে ডাকাতি করতে গিয়ে প্রকাশ্যে দিনদুপুরে ডাকাতদের হাতে খুন হয়েছে দীপ্তি রানী ভৌমিক (৫০) নামে এক গৃহবধু। ডাকাতরা ডাকাতি করতে গিয়ে দীপ্তি রানীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। শনিবার বেলা ২ টায় শহরের মধ্যকান্দাপাড়া মহল্লার গোপীনাথ জিউর আখড়াধাম সংলগ্ন হরিপদ সাহার বহুতল ভবনের পঞ্চম তলার ভাড়াটিয়া প্রদীপ ভৌমিকের বাসায় এই ঘটনাটি ঘটেছে।
মহল্লাবাসী সূত্রে জানা গেছে, শহরের হরিপদ সাহার বহুতল ভবনের পঞ্চম তলায় প্রদীপ ভৌমিক নামে এক কাপড়ের ব্যবসায়ি স্বপরিবারে ভাড়ায় থেকে শেখেরচর বাজারে কাপড়ে ব্যবসা করে। শনিবার সকালে প্রদীপ ভৌমিক তার ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাসায় থাকে শুধুমাত্র দীপ্তি ভৌমিক। বেলা ২ টার দিকে ভবনের পঞ্চম তলার বাসাটিতে হুড়মুড় ও গোঙ্গানীর শব্দ শুনে নিচতলার বাসিন্দারা উপরে উঠে বাসার ভিতরে গিয়ে দেখতে পায় আসবাবপত্র, কাপড়চোপড় ইত্যাদি তছনছ অবস্থায় পড়ে রয়েছে। অপর কক্ষে গিয়ে দেখে দীপ্তি ভৌমিকের গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে রয়েছে। এ অবস্থা দেখে লোকজন চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে যায়। এ সময় লোকজন দেখতে পায় ঘরের ভিতরে একটি সুটকেস ও কাঠের আলমিরা ভাঙ্গা। কাপড়-চোপড় ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। দীপ্তি রানী ভৌমিককে কেন খুন করা হয়েছে এবং বাসা থেকে কি পরিমাণ টাকা পয়সা, স্বর্ণালংকার বা মালামাল লুণ্ঠিত হয়েছে তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। প্রকাশ্য দিনদুপুরে এই হত্যাকান্ডের পর মহল্লায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মহল্লাবাসীরা জানিয়েছে, এই এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয়ে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছে। তারা আরো জানিয়েছে, বছর দুয়েক পূর্বে দেশ প্রিয় রোড থেকে বস্তাবন্দি খন্ডিত লাশ উদ্ধার করা হয়। এই লাশের পরিচয় এবং হত্যাকারীদের আজও সনাক্ত করা সম্ভব হয় নি। এর আগেও কাপড়ের দোকানের এক কর্মচারীকে গদিতে গিয়ে গলা কেটে হত্যা করে। এই হত্যাকান্ডেরও কোন কিনারা করতে পারেনি পুলিশ। এর আগেও এক কাপড় ব্যবসায়িকে একই কায়দায় গলা কেটে হত্যা করে। সেই ঘটনারও কোন সুরাহা হয়নি।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন বিষয়টি একটি হত্যাকা-। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন